Khoborerchokh logo

টেকনাফে অচেনা পোকার আক্রমণ , জনমনে নানা প্রশ্ন ? 388 0

Khoborerchokh logo

টেকনাফে অচেনা পোকার আক্রমণ , জনমনে নানা প্রশ্ন ?

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এক প্রকারের পোকার  আনাগোনা,স্থানীয় লোকজনের কাছে অচেনা। অনেকের ধারণা করছেন  এগুলোই সম্ভবত ‘পঙ্গপাল।’ তবে কেউ নিশ্চিত করে বলতে পারেনি এসব পোকা পঙ্গপাল কিনা ?
পঙ্গপালের আক্রমণ শুরু হয়েছে মনে করে স্থানীয় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে।কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. আবুল কাশেম গতরাতে কালের কণ্ঠকে জানিয়েছেন- ‘পোকাগুলোর পাখা নেই। উড়তে পারে না। লাফিয়ে লাফিয়ে এসব চলাচল করে। তাই এগুলো ভারত হোক আর মিয়ানমার হোক এখানে কিভাবে আসবে-প্রশ্ন তার।’
উপ-পরিচালক বলেন, দুই সপ্তাহ আগে টেকনাফের লম্বরি পাড়ার একটি পরিত্যক্ত মুরগির খামারের ঝোপ জঙ্গলের ভেতর পোকাগুলো বংশ বিস্তার করে। খবর পেয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিষ প্রয়োগ করে।
এতে পোকাগুলোর অনেকাংশই মারা যায়। পরবর্তীতে এসব পোকা আবারো বংশ বিস্তার করে। তিনি নিশ্চিত করে জানান, এসব পোকা কোনোভাবেই পঙ্গপাল হতে পারে না। কেননা পঙ্গপালের পাখা রয়েছে। আর এসব পোকা হচ্ছে পাখাহীন।
স্থানীয় লোকজন জানিয়েছেন, আকস্মিক ঝাঁকে ঝাঁকে পোকাগুলো টেকনাফ সীমান্তে দেখা যেতে শুরু করে। এসব পোকার ঝাঁক গাছে বসে মুহূর্তেই পাতাগুলো সাবাড় করে ফেলছে।
টেকনাফ পৌর এলাকার লম্বরি পাড়ার সোহেল সিকদার নামের একজন বাসিন্দা গতরাতে জানান, গত দুদিনেই তার ভিটার ৫টি আম গাছ ও ২টি তেলসুল গাছের পাতা এসব পোকায় সাবাড় করে ফেলেছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com